ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার চিৎলা বৌবাজার পাড়ার ইন্তাজ আলী (৪০) নামের এক মানসিক প্রতিবন্ধী পুকুরে ডুবে মারা গেছেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির অদূরে ইউনুছ আলী মাস্টারের পুকুরে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে বলে পরিবারের স্বজনেরা জানান। তিনি চিৎলা গ্রামের বৌবাজার পাড়ার মৃত আব্দুর জব্বারের ছেলে। গ্রামবাসী বলেন, ইন্তাজ আলী দীর্ঘদিন যাবৎ মানসিক ও মৃগীরোগে ভুগছিলেন। দুপুরে গোসল করতে যেয়ে পুকুরের পানিতে নেমেই হয়তো মৃগীরোগের ফলে ক্ষিচুনী হয়ে পানিতে ডুবে যেতে দেখে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে চিৎলার হাসানুজ্জামান সরোয়ার ও মাসুদরানা বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ মানসিক ও মৃগীরোগে ভুগছিলেন এবং গ্রামের এখানে সেখানে ঘুরে বেড়াতেন। আজ (গতকাল) দুপুরে পুকুরে গোসল করতে নামলে তিনি ডুবে যান এবং মৃত্যুবরণ করেন।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় ‘একই সে মানুষ’ গানের মুক্তি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত
এছাড়া, আরও পড়ুনঃ