পাঞ্জশিরে বিদ্রোহীদের সঙ্গে তালেবানের সংঘর্ষ : ব্যাপক হতাহতের দাবি

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানের পানশির উপত্যকায় স্থানীয় নেতা আহমাদ মাসুদের অনুগত যোদ্ধাদের সঙ্গে তালেবান বাহিনীর তীব্র লড়াই হয়েছে। উভয়পক্ষই বৃহস্পতিবারসহ গত কয়েক দিনের লড়াইয়ে একে অপরের বহু যোদ্ধাকে হতাহত করার দাবি করেছে। গত ১৫ অগাস্ট তালেবানের হাতে রাজধানী কাবুলের পতনের পর তাদের শাসন রুখে দাঁড়ানো আফগানিস্তানের একমাত্র প্রদেশ পর্বতময় পানশির। এই প্রদেশটি এখনও নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি তালেবান। কাবুল তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর আফগান সেনাবাহিনীর অবশিষ্টাংশ, স্পেশাল ফোর্সেসের ইউনিটগুলো পানশিরে গিয়ে স্থানীয় মিলিশিয়া বাহিনীগুলোর কয়েক হাজার যোদ্ধার সঙ্গে যোগ দেয়। সেখানে তারা সাবেক এক মুজাহিদ কমান্ডারের ছেলে আহমাদ মাসুদের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তোলে। খাড়া এই উপত্যকায় বাইরে থেকে আক্রমণ চালানো বেশ কঠিন। দুইপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতার একটি প্রচেষ্টা ভেঙে গেছে বলে মনে করা হচ্ছে। তালেবান সরকার ঘোষণার জন্য যখন প্রস্তুতি নিচ্ছে তখন আলোচনায় ব্যর্থতার জন্য উভয়পক্ষ একে অপরকে দোষারোপ করেছে। তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, তাদের যোদ্ধারা পানশিরে প্রবেশ করে কিছু ভূখ-ের নিয়ন্ত্রণ নিয়েছে। ‘স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর আমরা অভিযান শুরু করেছি। তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে,’ বলেছেন তিনি। কিন্তু পানশিরের প্রতিরোধ বাহিনী ন্যাশনাল রেজিট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফএ) মুখপাত্র জানিয়েছেন, পানশিরের সব গিরিপথ ও প্রবেশপথ তাদের পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং উপত্যকার প্রবেশমুখের জেলা শোতুল দখলের চেষ্টা ব্যর্থ করে দিয়ে তালেবানকে হটিয়ে দিয়েছে তারা। তিনি বলেন, ‘শত্রুরা বহুবার জাবুল-সারাজ (প্রতিবেশী পারওয়ান প্রদেশের একটি শহর) থেকে শোতুলে প্রবেশের উদ্যোগ নিয়েছিল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে।’ চলতি সপ্তাহের প্রথম দিকে দুটি ফ্রন্টে দুইপক্ষের লড়াই শুরু হওয়ার পর থেকে এআরএফএ-র বাহিনীগুলো বহু তালেবান যোদ্ধাকে হত্যা করেছে বলে দাবি করেছেন তিনি। ‘তারা যুদ্ধের মাধ্যমে এই সমস্যা সমাধান করতে পারবে না অপর পক্ষ এর প্রমাণও পেয়েছে,’ তালেবানের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে বলেন তিনি। কোনো প্রমাণ ছাড়াই উভয় পক্ষ অন্য পক্ষের হতাহতের বিভিন্ন সংখ্যা উল্লেখ করেছে। কিন্তু কোনো পক্ষের নিহতের সংখ্যাই যাচাই করা সম্ভব নয় বলে রয়টার্স জানিয়েছে। তালেবান বলছে, পানশির উপত্যকা চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে এবং বিদ্রোহীদের জয় অসম্ভব; আর বিদ্রোহীরা বলছে, তারা আত্মসমর্পণ করবে না।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More