মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা একাদশ টাইব্রেকারে ৪-২ গোলে সদর উপজেলা একাদশকে পরাজিত করে শেখ কামাল স্মৃতি ফুটবল শিরোপা জয় করেছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে অপেক্ষাকৃত ভাল খেলেও মেহেরপুর সদর উপজেলা একাদশ ট্রাইব্রেকারে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার কাছে পরাজিত হয়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার নির্ধারিত সময়ে সদর উপজেলা একাদশে একাধিক গোলের সহজ সুযোগ পেয়েও প্রতিপক্ষ দলের গোলরক্ষক লিখনের দৃঢ়তার কারণে গোল করতে ব্যর্থ হয়। ফলে নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। শেষ পর্যন্ত খেলাটি টাইব্রেকার এর মাধ্যমে নিষ্পত্তি ঘটানো হয়।
খেলায় জেলা ক্রীড়া সংস্থার পক্ষে রাহিবুল, মহব্বত, সেলিম ও মিলন একটি করে গোল করেন। সদর উপজেলা একাদশের পক্ষে দিপু এবং হিমেল গোল করেন। শেষ পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থা ৪-২ গোলে জয়লাভ করে। খেলায় লিখন ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রাফিউল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, আরডিসি রাকিবুল হাসান, এনডিসি মাহমুদুল হাসান, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী প্রমুখ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ