ডাকাবাংলা প্রতিনিধি: ঝিনাইদহে যাত্রীবাহী বাসে তল্লাশি করে সোনার গয়নাসহ ফয়সাল নামে এক চোরাকারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬৪০ গ্রাম ওজনের বিভিন্ন ডিজাইনের স্বর্ণালঙ্কার। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সাধুহাটি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আটক ফয়সালের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার হাশিমপুর গ্রামে। সে থাকে রাজধানী ঢাকা শহরে। পাশের জেলা চুয়াডাঙ্গা থেকে স্বর্ণালঙ্কারগুলো ঢাকায় পাচার করছিলো সে।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় স্বর্ণপাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে চেকপোস্ট বসানো হয়। এ সময় চুয়াডাঙ্গা থেকে ফরিদপুরগামী সাথী এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় সন্দেহজনক যাত্রী ফয়সাল নামে এক যুবককে আটক করেন তারা। একপর্যায়ে তার দেহ তল্লাশি করে ৬৪০ গ্রাম ওজনের বাহারি ডিজাইনের স্বর্ণালঙ্কার পাওয়া যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে ফয়সাল জানান, ঢাকার তাঁতিবাজাবে তার মামা দীন মোহম্মদের স্বর্ণের দোকান আছে। মামা তাকে চুয়াডাঙ্গায় এক ব্যক্তির কাছে পাঠান। ওই ব্যক্তির কাছ থেকে স্বর্ণালঙ্কার নিয়ে ঢাকায় মামার কাছে পৌঁছে দেয়ার কথা ছিলো। আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গডফাদারকে তালাশ করছে পুলিশ। ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ