দেশে করোনায় মৃত্যু মিছিলে আরও ১১৪ জন

স্টাফ রিপোর্টার: দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্ত রোগীর হার ১০ সপ্তাহ পর ১৫ শতাংশের নিচে নেমেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৩৩ হাজার ৬৪০টি নমুনা পরীক্ষা করে দেশে ৪ হাজার ৯৬৬ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১১৪ জনের। তাতে দৈনিক শনাক্ত রোগীর হার দাঁড়াচ্ছে ১৪ দশমিক ৭৬ শতাংশ, যা ১৫ জুনের পর সর্বনিম্ন। সেদিন সোয়া ২৩ হাজার জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৩১৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিলো, শনাক্তের হার ছিলো ১৪ দশমিক ২৬ শতাংশ। জুলাই মাসের বেশির ভাগ সময় এই হার ৩০ শতাংশের আশপাশে ছিলো।
সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন কোভিড রোগী শনাক্ত হলো; তাদের মধ্যে ২৫ হাজার ৬২৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। মঙ্গলবার আগের ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ২৪৯ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছিল। আর মৃত্যু হয়েছিলো ১১৪ জনের। সেই হিসেবে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যায় হেরফের হয়নি। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ২ হাজার ৭২৮ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের অর্ধেকের বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৬৩ হাজার ৭৩২ জন, যা আগের দিন ৬৫ হাজার ৬৮৮ জন ছিলো। জুলাইয়ে সক্রিয় রোগীর সংখ্যা ছিলো দেড় লাখ ছাড়িয়েছিলো।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More