মেহেরপুর অফিস: মেহেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির উদ্যোগে মেহেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত মিলনায়তনে মেহেরপুর জেলা মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ও দায়রা জজ এসএম আব্দুস সালাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রাফিউল আলম।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন রেজা’র সঞ্চালনায় কনফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাফিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জামিরুল ইসলাম, (সার্কেল) অপু সরোয়ার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শরিয়ত উল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান, মুজিবনগর থানার ওসি আবুল হাসেম, গাংনী থানার ওসি বজলুর রহমান, ডিবি’র ওসি জুলফিকার আলী, কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী, ট্রাফিক ইন্সপেক্টর বুলবুল আহমেদ, সিআইডির পরিদর্শক কাজল কুমার শর্মা প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ