মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আজিজুল ইসলাম রুমি নামের এক যুবককে গ্রেফতার করা হরেছে। গত রোববার দিবাগত রাতে মেহেরপুর শহরের ভূমি অফিস মোড় এলাকা থেকে আজিজুলকে গ্রেফতার করে। আটক আজিজুল ইসলাম মেহেরপুর শহরের শিশু বাগানপাড়া রমজান আলীর ছেলে।
জানা গেছে, গোপনসূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এএসআই হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স মেহেরপুর পৌরসভার ভূমি অফিসপাড়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে আজিজুল ইসলাম রুমিকে (৪২) গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন এবং হিরোইন বিক্রি করার ৭শ’ টাকা উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।