ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুরে বিকল মোটরসাইকেল ট্রেন লাইনের ওপর রেখে দুই বন্ধু কানে হেডফোন লাগিয়ে শুনছিলেন গান। এ সময় চলন্ত ট্রেনের আলো দেখে মোটরসাইকেল রেখে সরে পড়েন যান তারা। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মোটরসাইকেলটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকল মোটরসাইকেল নিয়ে দুই যুবক কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রেল লাইনের গেটম্যান তাদের নিষেধ করলেও তারা তা শোনেননি। হঠাৎ কালীগঞ্জ থেকে যশোরগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের আলো দেখে মোটরসাইকেল ট্রেন লাইনের ওপর রেখেই তারা পালিয়ে যান। চলন্ত ট্রেন মোটরসাইকেলটি অনেক দূরে নিয়ে গিয়ে থামে।
মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিকই আছে। ওই দুই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।