কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের কলেজ ছাত্র আলামিন হোসেন (১৯) পেটের অসুখে অকালে মৃত্যুবরণ করেছে। আলামিন কানাইডাঙ্গা গ্রামের জহির উদ্দীনের ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র। জানাগেছে, শুক্রবার সকাল ৭ টার দিকে নিজ বাসভবণে পেটে যন্ত্রনা শুরু হলে পরিবারের লোকজন চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা হলে পথেমধ্যে তার মৃত্যু হয়। সদা হাস্যোজ্জ্বল আল আমিনের হঠাৎ মৃত্যুতে শোকে বিমূঢ় হয়ে পড়েন তার সহপাঠীরা। কানাইডাঙ্গা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারন সম্পাদক মোস্তফা কামাল জানান, আল আমিন ভদ্র এবং সহজ সরল ছেলে ছিল। কারও সঙ্গে কখনো উচ্চস্বরে কথা পর্যন্ত বলেনি। সবসময় হাসিমুখে সবাইকে আপন করে নিতেন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশী শ্রেনীর ছাত্র ছিল। এত অল্প বয়সেই চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তার মৃত্যুতে আমরা গ্রামবাসি গভীরভাবে শোকাহত।