মেহেরপুরে আরও ১৬ জন করোনায় আক্রান্ত
মেহেরপুর অফিস: মেহেরপুরে গতকাল বৃহস্পতিবার নতুন কোনো রোগী মারা যায়নি। তবে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ জন। আক্রান্তের হার শতকরা প্রায় ১১ ভাগ। বর্তমানে করোনা পজেটিভ হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৪৬ জন। প্রতিদিন মেহেরপুরে মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন মুখ। করোনা সংক্রমণে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। দিনে দিনে করোনা রোগীর সংখ্যা কম হলেও মৃত্যুর হার না কমায় মেহেরপুরে সচেতন মানুষের মাঝে বাড়ছে উদ্বেগ আর উৎকন্ঠা। করোনা সংক্রমণ কমাতে মেহেরপুরের মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও মাস্ক পরে ঘরের বাইরে বের হতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় মেহেরপুর জেলায় নতুন আক্রান্ত ১৬ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৭ জন, গাংনী উপজেলায় ৭ জন ও মুজিবনগর উপজেলায় ২ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত শুধু করোনা আক্রান্ত রোগী মারা গেছেন ১৭৩ জন। গতকাল বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, কুষ্টিয়া ল্যাব থেকে ১৪৮টি (পিসিআর ল্যাবে-৭১, এন্টিজেন-৭৫ ও জিন এক্সপার্ট-২) নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে মাত্র ১৬ জন করোনা রোগী চিহ্নিত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন মোট ২৪৬ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলার বাসিন্দা ২৭ জন, গাংনী উপজেলার বাসিন্দা ১৫৮ জন ও মুজিবনগর উপজেলার বাসিন্দা ৬১ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার হয়েছেন ১২০ জন। এদের মধ্যে সদর উপজেলার ৭৭ জন, গাংনী উপজেলার ১৮ জন ও মুজিবনগর উপজেলার ২৫ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৯৮৬ জন। যার মধ্যে সদর উপজেলায় এক হাজার ৮৭৬ জন, গাংনী উপজেলায় এক হাজার ৫৫৮ জন ও মুজিবনগর উপজেলায় রয়েছেন ৫৫২ জন রয়েছেন। এ পর্যন্ত মারা যাওয়া ১৭৩ জনের মধ্যে সদর উপজেলায় ৮০ জন, গাংনী উপজেলায় ৫৪ জন ও মুজিবনগর উপজেলায় ৩৯ জন রয়েছেন।
এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে মেহেরপুরে আরো ১৬ হাজার ৪০০ ভায়াল ৩২ হাজার ৮০০ ডোজ টিকা এসেছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে সড়কপথে বিশেষ ব্যবস্থায় টিকাগুলো মেহেরপুরে পৌঁছায়। সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন টিকা গ্রহণ করেন। এসময় সহকারী কমিশনার নাহিদ হোসেন, টিএসআই সুলতান আহমেদ, ইপিআই সুপার আব্দুস সালামসহ সিভিল সার্জন অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।