মেহেরপুর অফিস: মেহেরপুরে করোনায় আরও একজন রোগী মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১১ জন। আক্রান্তের হার শতকরা প্রায় সাড়ে ছয় ভাগ। বর্তমানে করোনা পজেটিভ হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪০৮ জন। প্রতিদিন মেহেরপুরে মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন মুখ। করোনা সংক্রমণে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। দিনে দিনে করোনা রোগীর সংখ্যা কম হলেও মৃত্যুর হার না কমায় মেহেরপুরে সচেতন মানুষের মাঝে বাড়ছে উদ্বেগ আর উৎকন্ঠা। করোনা সংক্রমণ কমাতে মেহেরপুরের মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও মাস্ক পরে ঘরের বাইরে বের হতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় মেহেরপুর জেলায় নতুন আক্রান্ত ১১ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৪ জন, গাংনী উপজেলায় ৪ জন ও মুজিবনগর উপজেলায় ৩ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত শুধু করোনা আক্রান্ত রোগী মারা গেছেন ১৬৫ জন। গতকাল শুক্রবার রাতে সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, কুষ্টিয়া ল্যাব থেকে ১৬৮ টি (পিসিআর ল্যাবে-১০৭, এন্টিজেন-৬১ ও জিন এক্সপার্ট-০) নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে মাত্র ১১ জন করোনা রোগী চিহ্নিত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন মোট ৪০৮ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলার বাসিন্দা ১০৯ জন, গাংনী উপজেলার বাসিন্দা ২১৪ জন ও মুজিবনগর উপজেলার বাসিন্দা ৮৫ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার হয়েছেন ১২০ জন। এদের মধ্যে সদর উপজেলার ৭৭ জন, গাংনী উপজেলার ১৮ জন ও মুজিবনগর উপজেলার ২৫ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৭৩৯ জন। যার মধ্যে সদর উপজেলায় এক হাজার ৭৬৬ জন, গাংনী উপজেলায় এক হাজার ৪৫২ জন ও মুজিবনগর উপজেলায় রয়েছেন ৫২১ জন রয়েছেন। মারা যাওয়া ১৬৫ জনের মধ্যে সদর উপজেলায় ৭৬ জন, গাংনী উপজেলায় ৫৩ জন ও মুজিবনগর উপজেলায় ৩৬ জন রয়েছেন।
এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে মেহেরপুরে আরো ২৩ হাজার ৪শ’ টিকা এসেছে। গতকাল শুক্রবার সকালের দিকে সড়ক পথে বিশেষ ব্যবস্থায় টিকাগুলো মেহেরপুরে পৌঁছায়। সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন টিকা গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার কাজি মোহাম্মদ অনিক ইসলাম, ইন্সপেক্টর আব্দুল আওয়ালসহ সিভিল সার্জন অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ