মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর থানা পুলিশ সদস্যদের অগ্নিনির্বাপক প্রশিক্ষণ দেয়া হয়েছে। গতকাল রোববার মুজিবনগর থানা চত্বরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উদ্যোগে অগ্নি নির্বাপণ, উদ্ধার মহড়া ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মহড়ায় জরুরি অবস্থায় কোথাও আগুন লাগলে কিভাবে নিভাতে হয়; তার ওপর বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়। বিশেষ করে গ্যাস সিলিন্ডারসহ ছোট-খাটো আগুন লাগলে কিভাবে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে প্রশিক্ষণসহ পুলিশ সদস্যদের নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স‘র স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর থানা ইনচার্জ মো. আব্দুল হাশেম, ওসি তদন্ত শরিফুল ইসলাম ও এসআই মোমিনুর রহমানসহ পুলিশ সদস্যবৃন্দ। মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে স্টেশন’র সদস্যবৃন্দরা জরুরি অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ