মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এরা হলো মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডপাড়ার সোহরাব শেখের ছেলে রাজিব শেখ (৩৮) ও সাইফুল ইসলাম (৪০), শহরের পুরাতন পোস্ট অফিসপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে সাদ্দাম হোসেন (২৬), একই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে রোকন উদ্দিন (৪৫) মৃত আনিসুর রহমানের ছেলে আশিক (২৭)।
গতকাল শুক্রবার রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় এসআই রুবেল, এএসআই আহসান হাবীব, মাহাতাব উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী রাজীবের বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এই সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও তিন গ্রাম হেরোইন উদ্ধার করেন মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ