মহামারীর কারণে স্বল্প পরিসরে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করতে হবে
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ প্রস্তুতিসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ হাসান কাদির গনু। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় প্রধান অতিথি বলেন, করোনাকালীন সময় তাই স্বল্প পরিসরে জাতির জনক বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করতে হবে। প্রত্যেক ইউনিয়নে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হবে। মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। তিনি আরও বলেন, করোনা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। করোনা থেকে রক্ষা পেতে সবাইকে টিকা গ্রহণ করতে হবে। গতকাল থেকে ওয়ার্ডে ওয়ার্ডে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সবাইকে টিকা নেয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। মাস্ক পরিধান এবং সাবান পানি দিয়ে হাত ধুঁতে হবে। দলের নেতাকর্মীদের এ ব্যাপারে সজাগ হতে হবে। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদ উজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, সদস্য শাহ আলম, চুয়াডাঙ্গা সদর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন হেলা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবর রহমান, সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক কাজী রবিউল হক, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মুহিদ, প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু মুসা, সাবেক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালমুন আহম্মেদ ডন, পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাইফুর রহমান পিন্টু, দফতর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, বণিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, আবু সাঈদ পিন্টু, আবু তাহের আবু, তরিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, নুরুল ইসলাম দিপু, আশিকুজ্জামান ওল্টু, হাফিজুর রহমান বাবলু, আব্দুল বাতেন, দিদার আলী শহিদুল ইসলাম লাল্টু, হাসানুজ্জামান, মোল্লা কামরুজ্জামান শামীম, সাজিবার রহমান, আব্দুল হান্নান, আইনাল হক, বিল্লাল গনি, রাহাব আলী, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের মধ্যে খন্দকার মজিবুল ইসলাম, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও বিশিষ্ট ঠিকাদার আহসান উল্লাহ্, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিত হাসান তমাল, কলেজ ছাত্রলীগের যুগ্মসম্পাদক হাসানুজ্জামান হাসান, ছাত্রলীগ নেতা সাকিব, টিটন, শিহাব, অটাল প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে স্ব স্ব এলাকার মসজিদে বাদ আছর দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ