চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৬ শয্যার আইসিইউ প্রস্তুত : আজ উদ্বোধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনে অস্থায়ীভাবে ছয় শয্যা বিশিষ্ট (আইসিইউ) স্থাপন সম্পন্ন হয়েছে। সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে ৬ শয্যার (আইসিইউ) এবং ৮ শয্যা বিশিষ্ঠ (এইচডিও) সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আজ শনিবার সকাল ১০ টায় আইসিইউ’র কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটের চতুর্থ তলায় সাজেদা ফাউন্ডেশনের আট শয্যা বিশিষ্ঠ হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিও) ইউনিটের ইনচার্জ ডা. ইয়াসিন আরাফাত বলেন, সদর হাসপাতালে সাজেদা ফাউন্ডেশনের আট শয্যার এইচডিও ইউনিট এবং ছয় শয্যার আইসিইউ ইউনিট রোগীদের সেবা দিতে এখন সম্পূর্ণ প্রস্তুত হয়েছে। সদর হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বয়ে আজ শনিবার সকাল ১০ টায় উদ্বোদন করা হবে। তিনি আরও বলেন, ৪৪ জন জনবল নিয়ে কার্যক্রম শুরু করা হচ্ছে। এর মধ্যে আইসিইউ’র জন্য ১০ জন চিকিৎসক, ১৪ জন নার্স, ৭ জন যতœ নেয়া সহকারী, ৬ জন পরিচ্ছন্নতাকর্মী, ৩ জন নিরাপত্তা প্রহরী, ৩ জন গ্রাহক সেবী ও ১ জন হিসাব রক্ষক থাকবে। আইসিইউতে শয্যা থাকবে ৬টি এবং হাইডিফেন্ডেন্সি ইউনিটে শয্যা থাকবে ৮টি। এখানে থাকবে ভেন্টিলেশন ব্যবস্থা, হাইফ্লো মেশিন ও বাইপ্যাট মেশিন, ইপ্যাক মেশিন। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় আইসিইউ’র উদ্বোধন করা হবে। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইসিইউ’র উদ্বোধন করবেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More