চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির আহ্বান
আগামী ১১ আগস্ট বুধবার স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট, শপিংমল ও মার্কেটসমূহ খোলার প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে।
গতকাল বুধবার সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় মন্ত্রিপরিষদ বিভাগ আগামী ১১ আগস্ট ২০২১ তারিখ হতে চলমান লকডাউন শিথিল করে শর্তসাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট, শপিংমল ও মার্কেটসমূহ খোলার সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে। প্রত্যেক দোকান মালিক ও কর্মচারী ১৮ বছরের উর্ধ্বে বয়সধারি সকলকে কোভিড-১৯ এর ভ্যাক্সিন ১১ আগস্টের আগে নিয়ে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি