ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বজ্রপাতে নিশিত কুমার বাবু নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুুপুর ২ টার দিকে সদর উপজেলার পন্ডিপুর গ্রামে এ বজ্রপাতে তার মৃত্যু হয়। নিশিত কুমার বাবু ঝিনাইদহ সদর উপজেলার পন্ডিতপুর গ্রামের নিশিকান্ত বিশ্বাসের ছেলে ও নারিকেলবাড়িয়া আমেনা খাতুন কলেজের একাদশ শ্রেণির ছাত্র। গ্রামবাসী ও স্বজনরা জানান, নিশিত কুমার দুপুরে মাঠে ধান লাগাচ্ছিলো। এ সময় প্রচন্ড জোরে একটি বজ্রপাতের সৃষ্টি হয়। বজ্রপাতটি তার শরীরের ওপর পড়ে। মাঠের কাজে ব্যস্ত অন্য কৃষকরা এগিয়ে এলে দেখতে পায় নিশিত মাটিতে লুটিয়ে পড়েছে। এ সময় তারা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরজাহান বলেন, হাসাপাতালে আনার আগেই নিশিত কুমারের মৃত্যু হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ