দর্শনা অফিস: দর্শনার অদূরে পারকৃষ্ণপুর মাথাভাঙ্গা নদী থেকে অনুমতি নিয়ে বালু তোলা হচ্ছিলো। বালু উত্তোলনে অনিয়মের অভিযোগ তুলে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনের অনুমতিপত্র দেখাতে দেরি হওয়ায় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে ফেলা হয়। মাথাভাঙ্গা নদী থেকে নিয়ম ভঙ্গ করে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ ওঠে এই অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত সিংহের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান পারকৃষ্ণপুর মাথাভাঙ্গা নদীতে। এ সময় তিনি বালু উত্তোলন স্থানে কাউকে না পেয়ে বালু উত্তোলনের জন্য পাইপ ভাঙার নির্দেশ দেন। ভেঙে ফেলা হয় পাইপ। কিছুক্ষণের মধ্যে বালু উত্তোলনের অনুমতিপত্র নিয়ে হাজির হন ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন। অনুমতিপত্র দেখে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বলেন, বালু উত্তোলনে অনিয়ম করা হয়েছে। অনুমতি অনুযায়ী খরা মরসুমে বালু উত্তোলন করতে হবে। বর্ষা মরসুমে কোনোক্রমেই বালু উত্তোলন করা যাবে না। সেই সাথে ৮ ফুটের বেশি গভীর করলে আইনত অপরাধ বলে গণ্য হবে। তিনি আরও বলেন, এখানে অনিয়মিত বালু উত্তোলনের কারণে সাময়িকভাবে বালু উত্তোলন করা বন্ধ করে দেয়া হলো। ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে করোনার কারণে রাস্তার কাজ বিলম্বিত হওয়ায় এখনি বালু তুলতে হচ্ছে। বালু না হলে রাস্তার কাজ বন্ধ থাকবে। এলাকারবাসীর দাবি নিয়ম ভঙ্গ করে বালু তুললে মাথাভাঙ্গার নদীর কোলঘেষা আবাদি জমিগুলো হুমকির মুখে পড়বে। তাই তারা আবাদি জমি রক্ষায় নিয়ম মেনে বালু তোলার দাবি জানিয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ