ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় কোভিডে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তাছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুইজন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয় বলে জেলার সিভিল সার্জন দপ্তরের কোভিড বিষয়ক মুখপাত্র মো. জাহাঙ্গীর হোসেন জানান। তিনি বলেন, তাদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ছয়জন। আরেকজন ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাছাড়া উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা গেছেন বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ। সংক্রমণ সম্পর্কে মুখপাত্র জাহাঙ্গীর হোসেন বলেন, মঙ্গলবার জেলায় ৪০৫ জনের পরীক্ষায় ৪০ দশমিক ৯৮ শতাংশ কোভিড রোগী শনাক্ত হয়েছে।