মেহেরপুর অফিস: মেহেরপুর জেলায় প্রতিদিনই করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গতকাল সোমবার করোনা আক্রান্ত রোগী মৃত্যুর সংখ্যা শত ছাড়িয়েছে। এদিন ৫ জন রোগী মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় মেহেরপুরে নতুন করে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। আক্রান্তের হার শতকরা প্রায় ৩৩ ভাগ। বর্তমানে করোনা পজেটিভ হয়ে চিকিৎসা নিচ্ছেন ৯০৩ জন। প্রতিদিন মেহেরপুরে মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন মুখ। করোনা সংক্রমণে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। দিনেদিনে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এতে মেহেরপুরে সচেতন মানুষের মাঝে বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। করোনা সংক্রমণ কমাতে মেহেরপুরের লকডাউন কঠোরভাবে পালনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘন্টায় মেহেরপুর জেলায় নতুন আক্রান্ত ১৬৪ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৬৩জন, গাংনী উপজেলায় ৬৮ জন ও মুজিবনগর উপজেলায় ৩৩ জন রয়েছেন। এছাড়া শুধু করোনা আক্রান্ত রোগী মারা গেছেন ১০১ জন। গত সোমবার রাতে সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস থেকে আরও জানা যায়, কুষ্টিয়া ল্যাব থেকে ৪৯৫টি (পিসিয়ার ল্যাবে-২৭৫, এন্টিজেন-১৯৫ ও জিন এক্সপার্ট-২৫) নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ১৬৪ জন করোনা রোগী চিহ্নিত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন মোট ৯০৩জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলার বাসিন্দা ২৬৪জন, গাংনী উপজেলার বাসিন্দা ৫২০ জন ও মুজিবনগর উপজেলার বাসিন্দা ১১৯ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার হয়েছেন ১১৯জন। এদের মধ্যে সদর উপজেলার ৭৬ জন, গাংনী উপজেলার ১৮ জন ও মুজিবনগর উপজেলার ২৫ জন রয়েছেন। এ ছাড়া এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২০৩ জন। যার মধ্যে সদর উপজেলায় এক হাজার ১৭৮ জন, গাংনী উপজেলায় ৭১৮ জন ও মুজিবনগর উপজেলায় রয়েছেন ৩০৭ জন রয়েছেন। মারা যাওয়া ১০১ জনের মধ্যে সদর উপজেলায় ৪৪ জন, গাংনী উপজেলায় ৩৬ জন ও মুজিবনগর উপজেলায় ২১ জন রয়েছেন।
এদিকে মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ এই সেøাগানকে সামনে রেখে মেহেরপুর পুলিশের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রমসহ জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। গত রোববার সকালের দিকে মেহেরপুর পুলিশের একটি দল মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় এবং পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা চালান। অযথা ঘরের বাইরে বের না হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। একইসাথে সকলকে মাস্ক ব্যবহার করার জন্য আহ্বান জানানো হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ