বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুরে ফয়সাল হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে কলেজছাত্রের এ অকালমৃত্যুর ঘটনাটি ঘটেছে।
গ্রামবাসী জানিয়েছে, ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের পূর্বপাড়ার আসির উদ্দিনের ছেলে ঝিনাইদহ কেসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সাল হোসেন অন্যান্য দিনের মতো রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলো। মধ্যরাতে বিছানায় ঘুমিয়ে থাকাবস্থায় আঘাতে তার ঘুম ভাঙে। কিছুক্ষণ পর তার পরিবারের নিকট বিষয়টি জানান। কিন্তু তারা গুরুত্ব না দিয়ে কিছুক্ষণ পর তাকে আবারও ঘরে ঘুমোতে যেতে বলে। সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে পরিবারের লোকজন তাকে ডাকতে যাই। তারা দেখতে পাই সে বিছানায় শুয়ে আছে এবং মুখ দিয়ে ফেনা ঝরছে। পরিবারের লোকজন সকালেই দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফয়সালের অকালমৃত্যুতে নিকটজন ও পরিবারের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ