স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গায় করোনা রোগীদের সুরক্ষায় ২০ সেট পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ রোববার দুপুরে সিভিল সার্জন ডা. মারুফ হাসানের কাছে এসব হস্তান্তর করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের নেতারা। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের নেতা জে অলোক চৌধুরী ও ডা. মাহবুব হোসেন মেহেদীর সহযোগীতায় এসব অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
এসময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও ডা. ফাতেহ আকরাম, বিএমএ’র সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সদর উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার ও সদস্য সচিব অ্যাড. মনিবুল হাসান পলাশসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।