স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেটওয়ার্ক চুয়াডাঙ্গার প্রতিনিধিদের হাতে ৫টি অক্সিজেন সিলিন্ডার তুলে দিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত মুমূর্ষ রোগীদের অক্সিজেন সেবাদানের লক্ষ্যে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণের কাজ চলছে। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকেল ৫টায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে নেটওয়ার্ক চুয়াডাঙ্গার প্রতিনিধিদের হাতে ৫টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেয়া হয়। চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম নেটওয়ার্ক চুয়াডাঙ্গার প্রতিনিধিদের হাতে ৫টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন। এ সময় নেটওয়ার্ক চুয়াডাঙ্গার প্রতিনিধিদের মধ্য উপস্থিত ছিলেন মেহেদী খান, ফাহিম ফয়সাল মল্লিক, সজল আহম্মেদ, সিয়াম ইসলাম, মো. জুয়েল, রাশিদুল ইসলাম রানা ও আশরাফুল ইসলাম মিল্টন। অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু।