ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সাদিয়া জেরিন যোগদান করেছেন। তিনি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। বিসিএসের ৩৩তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বুধবার দুপুরে বিদায়ী ইউএনও সুবর্ণা রানী সাহার কাছ থেকে সাদিয়া জেরিন দায়িত্বভার গ্রহণ করেন।
কালীগঞ্জের বিদায়ী ইউএনও সুবর্ণা রাণী সাহা পদায়ন পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে রাজবাড়ী জেলায় যোগদান করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার।
পূর্ববর্তী পোস্ট
দামুড়হুদার বিভিন্ন রাস্তার পাশে ও মসজিদে ৮ বছর ধরে টিউবওয়েল স্থাপনের অনন্য নজির তিন ভাইয়ের
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ