জননেতা তারেক রহমানের নির্দেশনায় দামুড়হুদা উপজেলা বিএনপির উদ্যোগে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাইজিং গ্রুপের অর্থায়নে চুয়াডাঙ্গা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর সৌজন্যে এসব উপকরণ করোনা আক্রান্ত রুগিদের চিকিৎসায় উপহার হিসেবে প্রদান করা হয়। এসময় দামুড়হুদা উপজেলা বিএনপির পক্ষে থেকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা আবু হেনা মোহাম্মদ জামাল শুভর কাছে ৮টি অক্সিজেন সিলিন্ডার অক্সি ফ্লো মিটার সহ, ২হাজার পিচ সার্জিক্যাল মাস্ক, ও ১০টি পার্লস অক্সি মিটার হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নতিপোতা ইউপির সাবেক চেয়ারম্যান মো মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দামুড়হুদা সদর ইউপির সাবেক চেয়ারম্যান মো রফিকুল হাসান তনু, উপজেলা বিএনপি নেতা মোকাররম হোসেন, দামুড়হুদা সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রব, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান মালিথা, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক জুড়ানপুর ইউপির চেয়ারম্যান ঈদ্রীস আলি, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল সহ স্থানীয় নেতৃবৃন্দ। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর শেষে দামুড়হুদা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সড়কে চলাচলকারী পথচারীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করে এবং সকলকে সচেতন করেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ