ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বৃষ্টিসহ বজ্রপাতের সময় পৃথক স্থানে সদর উপজেলার হলিধানী গ্রামের লালু মিয়ার ছেলে আল আমিন হোসেন (৩০) ও পৌর এলাকার আরাপপুর গাবতলা পাড়ার আ. হামিদের ছেলে শাকিবের মৃত্যু হয়।
জানাগেছে, বিকেল ৪টার দিকে গাবতলা মাঠে যাওয়ার সময় বজ্রপাতে বিদ্যুৎস্পৃষ্ট হয় শাকিব। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। অন্যদিকে দুপুরে আলমিন গরুর জন্য বাড়ির সামনের জমিতে থেকে ঘাস কাটতে যান। অসাবধানবশত সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তার অকাল মৃত্যুতে পরিবার ও নিকটজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।