বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার ঝাঝরি গ্রামের বখাটে সুমন জনৈক একে প্রবাসির স্ত্রীর ঘরে ঢুকে গ্যাঁড়াকলে পড়েছে। ঘরে কাঠের বাক্সের লুকিয়ে থাকা সুমনকে টেনেহেচড়ে বের করে গ্রামবাসী দিয়েছে উত্তম-মধ্যম। অভিযুক্ত সুমনের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে গ্রামবাসী।
গ্রামসূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঝরি গ্রামের সামসুল ইসলামের ছেলে বকাটে সুমন রোববার রাতে জনৈক এক প্রবাসির স্ত্রীর ঘরে ঢোকে। এসময় বাড়ির লোকজন টের পেয়ে গেলে সুমন ঘরের ভেতরে থাকা একটি কাঠের বাক্সের মধ্যে লুকায়। পরে বাড়ির লোকজন সুমনকে বাক্সের ভেতর থেকে টেনে হেচড়ে বের করে। একপর্যায়ে গ্রামবাসী লম্পট সুমনকে উত্তম-মধ্যম দেয়। ঘটনার কয়েকদিন অতিবাহিত হলেও সুমনের বিচার না করায় ফুঁসে উঠেছে গ্রামবাসী। এ ব্যাপারে সুমনের পিতা সামসুল ইসলাম বলেন, অবশ্যই আমার ছেলে রাতে পরের বাড়িতে গিয়ে অপরাধ করেছে। গ্রাম্য মাতব্বর আনছার আলী বলেন, বিচার চাইলে অবশ্যই অপরাধীর দৃষ্টান্তমূলক বিচার করা হবে। এদিকে ঘটনা ধামাচাপা দিতে সুমনের পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় ধরণা দিচ্ছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ