জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জীবননগর উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিয়ার স্ত্রী মরিয়ম হোসেন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. রাজেউন)। গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগর শহরের হাসপাতালপাড়ার বাসভবনে অসুস্থতাজনিত কারণে তিনি মারা যান। রাতেই উপজেলার সোন্দাহ গ্রামে নামাজে জানাজা শেষে তাকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী ও ৩ পুত্র সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার মেজো ছেলে অষ্ট্রেলিয়া ও ছোট ছেলে ইংল্যা- প্রবাসী। এদিকে বর্ষীয়ান আওয়ামী লীগার মোশারফ হোসেন মিয়ার স্ত্রী মরিয়ন হোসেনের মৃত্যুতে বিভিন্ন মহল হতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশসহ মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ