বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মেরে প্রাণ গেলো ৩ যুবকের
সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটার পারুলিয়ায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেলের ৩ জন আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তিন যুবক – পুষ্পকাটী গ্রামের মফিজুল ইসলামের ছেলে মহিউদ্দিন(২৬), একই গ্রামের আরশাদ আলীর ছেলে আশরাফুল (২৫) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মামুন হোসেন (১৭)।
ওসি বিপ্লব কুমার সাহা বলেন, মোটরসাইকেলের চালক পেছনে দুই আরোহী নিয়ে দ্রুতবেগে কালিগঞ্জের নলতার দিক থেকে সাতক্ষীরা অভিমুখে আসছিলেন।এসময় পারুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ৩ জন।