স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জ্বিনতলা মল্লিকপাড়ার ৬ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নিজ এলাকা থেকে গাঁজা সেবনের সরঞ্জামসহ তাদের আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলা শহরের জ্বিনতলা মল্লিকপাড়ার মৃত গোলাম হোসেনের ছেলে সুমন আলী (৩৮), একই এলাকার ইকরামুল হকের ছেলে বাদল আলী (৪০), মৃত আফজালের ছেলে জানু (৩৫), মৃত আনিসুর রহমান পঁচার ছেলে হাবিবুর রহমান (৩৬), মৃত ইউনুস আলীর ছেলে লিপ্টন (৩২) ও মৃত ফকির চাঁদের ছেলে দীলু (৪৮)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম জেলা শহরের জ্বিনতলা মল্লিকপাড়ায় অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনকালে আটক করা হয় একই এলাকার সুমন আলী, বাদল আলী, জানু, হাবিবুর রহমান, লিপ্টন ও দীলুকে। উদ্ধার করা হয় গাঁজা সেবনের সরঞ্জামাদি। আজ মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।