স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার লকডাউনকৃত এলাকায় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে প্রশাসন। বিতরণ করা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার। স্বাস্থ্যবিধি অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতে করা হচ্ছে জরিমানাও। গতকাল শনিবার সকাল থেকে লকডাউনকৃত এলাকা তদারকি করেছে প্রশাসন। বেলা ১১ থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দামুড়হুদা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ৮টি মামলায় ৮ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। এদিকে, ৬টি পৃথক ভ্রাম্যমাণ আদালতে ৩৩টি মামলায় ৪২ জনকে ৪৯ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এছাড়া, স্বাস্থ্যবিধি মানার জন্য জনসাধারণকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত প্রচার প্রচারণা করা হচ্ছে।
অপরদিকে, লকডাউনকৃত এলাকায় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা পৌর এলাকার ২০৭ জন কর্মহীন বিভিন্ন পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিকেলে রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে ওই খাদ্য বিতরণ করা হয়। প্রতি প্যাকেট খাবারের মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১ কেজি চিনি। একই সাথে তাদের মাঝে মাস্কও বিতরণ করা হয়। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, পৌর মেয়র জাহাঙ্গীর আলম খোকনসহ সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১টায় দামুড়হুদার নাটুদহ ইউনিয়ন পরিষদে ৩০০ জন চায়ের দোকানী, ইজিবাইক-ভ্যানচালক, ছাগল ব্যবসায়ীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। দুপুরে সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, হুইল চেয়ার, সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।