কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিশেষ বিধিনিষেধ আরোপে নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠান বন্ধ না করায় ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালের দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্নারানী সাহা জানান, কালীগঞ্জ পৌর এলাকায় করোনা সংক্রমণরোধে শনিবার থেকে বিধিনিষেধ জারি করা হয়েছে। লকডাউন চলছে সকল জরুরি সেবা ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এই নির্দেশনা না মানায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকার ২৫শ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, করোনা সংক্রমণরোধ ও বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান অব্যাহত থাকবে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ