মেহেরপুর অফিস ঃ মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতার (৫০ বছর পূর্তি)সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাহিত্য পত্রিকা “ঠিকানা”র মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সাহিত্য পরিষদ মিলনায়তনে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মোড়ক উন্মোচন করা হয়। সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ “ঠিকানা”র মোড়ক উন্মোচন করেন। সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নুর আলমের সম্পাদনায় মেহেরপুরের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের স্বাধীনতার উপর লেখা কবিতা ও প্রবন্ধ স্থান পেয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নুর আলম, শিক্ষক আবুল হাশেম, নাসির উদ্দীন, ওবায়দুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।