মেহেরপুর অফিস ঃ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করার দায়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা আদায় করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি বেনসন ও গোল্ডলিফ সিগারেটের প্যাকেটের গায়ে লেখা নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করছে এমন অভিযোগের প্রেক্ষিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৯ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।