স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ র্যাব’র হাতে যশোর ঝিকরগাছা দেওয়ানগঞ্জ শেখপাড়ার দু মাদকপাচারকারী ধরাপড়েছে। রোববার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে ইকরামুল হোসেন ও মিলন হোসেন নামের দুজনকে আটক করা হয়। এদের নিকট থেকে উদ্ধার করা হয় ২ কেজি গাঁজা।
র্যাব সূত্র জানিয়েছে, র্যাব-৬ এর ঝিনাইদ সিপিসি-২ এর চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে কালীগঞ্জ বারবাজার বাসস্ট্যান্ডের নিকট অভিযান পরিচালনা করে। এ সময় দু কেগি গাঁজাপাচারী দুজন হাতে নাতে ধরাপড়ে। এরা হলো- যশোর ঝিকরগাছার বারবাকুর দেওয়ানগঞ্জ শেখপাড়ার আব্দুল্লাহার ছেলে ইমরামুল হোসেন (২৬) ও একই গ্রামের মৃত শেখ রেজউল হকের ছেলে শেখ মিলন হোসেন (৩০)। দুজনকেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ কালীগঞ্জ থানায় সোমবার হস্তান্তর করা হয়েছে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ