চুয়াডাঙ্গায় ছেলের ধারালো অস্ত্রের কোপে পিতা ক্ষতবিক্ষত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার জিরাট গ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলের ধারালো অস্ত্রের কোপে পিতা ইসলাম আলী (৫০) ক্ষতবিক্ষত হয়েছেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২ টার দিকে এঘটনা ঘটে। আহত ইসলাম আলী দামুড়হুদা উপজেলার জিরাট গ্রামের স্কুলপাড়ার মৃত রওশন আলীর ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, ইসলাম আলীর চার ছেলে মেয়ের মধ্যে স্বপন আলী ছোট। বেশ কয়েক বছর যাবত স্বপন আলী মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। বিভিন্নস্থানে চিকিৎসা করেও কোন প্রতিকার মেলেনি। এই জন্য ছেলে স্বপন আলীকে বেশির ভাগ সময় লোহার শিকলে বেধে রাখা হয়। গতকাল শিকল খোলা থাকায় বাড়িতে থাকা হাসুয়া নিয়ে নিজের বাবা ইসলাম আলীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের অন্যান্য সদস্যরা আহত ইসলাম আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কনসালটেন্ট (সার্জারি) এহসানুল হক তন্ময় বলেন, ইসলাম আলীর অবস্থা শঙ্কামুক্ত। তার ডান হাতে ও পিঠে গভীরভাবে ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষনে রাখা হয়েছে।