সাপ্তাহিক আসরে লেখক ও সাহিত্যানুরাগীদের অংশ নেয়ার আহবান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহীক আয়োজন পদধ্বনি মানেই জমজমাট সাহিত্য আসর। প্রতি শুক্রবারের মতো গতকালও বসেছিলো স্বরচিত লেখা নিয়ে নবীন প্রবীণ লেখকদের আড্ডা। পঠিত লেখা নিয়ে সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফের প্রাণবন্ত আলোচনা মাতিয়ে তোলে উপস্থিত সকলকে।
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আজীবন সদস্য প্রেসক্লাব সভাপতি দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন শুধু আলোচনাতেই নয়, নিজেও স্বরচিত কবিতা ‘তৃপ্তি’ পড়ার পাশাপাশি স্মৃতিচারণেও মুগ্ধ সময় কাটান। অধ্যক্ষ শাজান আলী পড়েন শিক্ষা নিয়ে বাণিজ্য নিয়ে লেখা স্বরচিত নিবন্ধ। সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৪২১ তম আসর পদধ্বনি পরিচালনার দায়িত্ব পালন করেন শিক্ষক লেখক কাজল মাহমুদ। আনছার আলী, সুমন মালিক, ইব্রাহিম খলিল স্বরচিত কবিতা ছড়া উপস্থাপনের মাঝে গানের সুরে স্বরিচত কবিতা শোনান বশির আহমেদ হিটু। তিনি বাঁশির সুরেও মুর্চনা করেন সকলকে। হাবিবি জহির রায়হান, আসলাম মতি, আতিয়ার রহমানসহ সাহিত্যানুরাগীদের উপস্থিতিতে চিরায়ত সাহিত্য থেকে পাঠ করে শোনান অ্যাড. বজলুর রহমান। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল তাঁর সমাপনী বক্তব্যে কবিসুন্দর রেজাউল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদেহীর মাগফেরাত কামনা করেন। স্বরিচত কবিতা পড়ে এবং সাহিত্য আসরে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক অনুষ্ঠানের ইতিটানেন। একই সাথে প্রতি শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ সংলগ্ন শহীদ আলাউল হলে অনুষ্ঠিতব্য আয়োজনে সকল লেখক ও সাহিত্যানুরাগীদের অংশগ্রহণের আহ্বান জানান। স্বাস্থ্য বিধি মেনে পরিছন্ন পরিবেশে সৃজনশীল আলোচনা আগামী দিনের সুন্দর পথ দেখাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত সাহিত্যানুরাগী সকলে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ