মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর পাবলিক ক্লাব ও ব্লাড ব্যাংকের উদ্যোগে ও আরফা ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলের দিকে শ্যামপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ওই ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক শেখ জাবের আল শান্তর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমঝুপি ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার হোসেন। ক্যাম্পেইনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরফা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী সাবির আল জুবায়ের। উপস্থিত ছিলেন বুলবুল, শোভন, শাওন, আশহাবসহ অনেকে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ