২০২২ বিশ্বকাপ আর ২০২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াইয়ে সোমবার কাতারের দোহায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ আর ভারত। জসিম বিন হামাদ স্টেডিয়ামে শুরু হওয়া ‘ই’ গ্রুপের ম্যাচটিতে বাংলাদেশ ২-০ ব্যবধানে হেরে গেছে। দুটি গোলই করেছেন ভারত অধিনায়ক সুনিল ছেত্রী। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষের দিকে একটি এবং যোগ করা সময়ে আরেকটি গোল পায় ভারত। প্রথম লেগে কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে দুই দল ১-১ ড্র করেছিল।
বাংলাদেশ সময় সোমবার রাত ৮টায় দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামে জামাল ভূঁইয়ারা। বেশ কয়েকবার ভারতীয় রক্ষণে কাঁপন ধরায় বাংলাদেশ। ম্যাচের ৯ মিনিটে রহমত মিয়ার লম্বা থ্রো ফাঁকায় দাড়িয়েও টোকা দিতে ব্যর্থ হন তারিক কাজী। ম্যাচের ১৫ মিনিটে গোলরক্ষককে একাপেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি ভারতের মানবির সিং।৩৩ মিনিটে মাসুক মিয়া জনিকে উঠিয়ে ইব্রাহিমকে মাঠে নামান জেমি ডে। পরের মিনিটে কর্নার থেকে চিংলেনসানা সিংয়ের হেড একেবারে গোল লাইন থেকে সেভ করেন গোলকিপার রিয়াদুল হাসান রাফি। ম্যাচের ৩১ মিনিট পর্যন্ত বেশ দাপটের সঙ্গেই খেলেছে ভারত। ওই সময় পর্যন্ত ৭৫ ভাগ বল পজিশনে ভারত। মাত্র ২৫ ভাগ দখলে ছিল বাংলাদেশের ফুটবলারদের পায়ে। প্রথমার্ধের শেষ পাঁচ মিনিট বেশ কয়েকবার আক্রমণে ওঠে ভারতীয় ফরোয়ার্ডরা। তবে বাংলাদেশের কড়া ডিফেন্সের কারণে সুবিধা করতে পারেনি। বিরতির পরেও দুই দল সমানে সমানে লড়ছিল। কেউ কারও জালে বল পাঠাতে পারছিল না। অবশেষে ম্যাচের শেষদিকে আসে সেই ক্ষণ। ৭৯তম মিনিটে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী স্কোরলাইন ১-০ করেন। এরপর ৮০তম মিনিটে হলুদ কার্ড দেখেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও সুনিল ছেত্রীর গোল! দুর্দান্ত শটে ভারত অধিনায়ক বাংলাদেশি ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল জালে পাঠিয়ে দেন। স্কোরলাইন হয়ে যায় ২-০। এই জয়ে ভারতের ২০২৩ সালের এশিয়ান কাপের মূলপর্বে সরাসরি খেলার পথ প্রশস্ত হলো।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ