মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের দুইটি বাড়ি লকডাউন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার আনন্দবাস গ্রামের জিরত আলীর বাড়ি ও গোলাম মোস্তফার বাড়ি লকডাউন করা হয়। এছাড়া বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করায় ৮ জনের নিকট থেকে ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের জিরত আলীর স্ত্রী সালেহা খাতুন করোনা পজেটিভ হওয়ায় জিরাত আলীর বাড়ি ও একই গ্রামের গোলাম মোস্তফা করোনা আক্রান্ত হওয়ায় তার বাড়ি লকডাউন করা হয়।
এছাড়া এদিন সকালের দিকে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ, আনন্দবাস, দারিয়াপুর ও মহাজনপুর বাজারে অভিযান চালিয়ে সামাজিক দূরুত্ব বজায় না রাখা ও মাস্ক পরিধান না করায় মোট ৮ জনকে ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মুজিনগর থানার এস.আই প্রসেনজিৎ কুমার সেখানে উপস্থিত ছিলেন।