স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কোষাঘাটায় মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধার পর এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবিপাড়ার মৃত বিল্লাল হোসেনের ছেলে মাসুদুল হাসান (৫০), একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মাকারুল ইসলাম (৫২) প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর কোষাঘাটার মোড়ে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, আহতদের অবস্থা শঙ্কামুক্ত। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ