চুয়াডাঙ্গায় আরও ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ১৮ জন করোনা ভাইরাস আক্রান্বত রোগী শনাক্ত হয়েছে। একদিনে এতোজন শনাক্ত হলো দীর্ঘদিন পর। নতুন শনাক্তদের অধিকাংশের বাড়িই দামুড়হুদা উপজেলায়। সোমবার আরও ১৫৮ জন নমুনা দিয়েছে করোনা পরীক্ষার জন্য।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে সোমবার ১১২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ১৮ জন করোনা ভাইরাস সংক্রমিত রোগী হিসেবে শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ১৮ জনের মধ্যে দামুড়হুদা উপজেলার ১৩ জন। সদর উপজেলার ৩ জন, জীবননগর উপজেলার ১ জন ও আলমডাঙ্গা উপজেলার ১ জন। চুয়াডাঙ্গায় সোমবার মৃতের সংখ্যাও একজন বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। সক্রিয় রোগী বর্তমানে ১০১ জন। এর মধ্যে সদর উপজেলণার ২৯ জন, আলমডাঙ্গা উপজেলার ৯ জন, দামুড়হুদা উপজেলার ৪৮ জন, জীবননগর উপজেলার ১৫ জন। হাসপাতালে রয়েছেন ২১ জন। বাড়ি রয়েছেন ৭৮ জন। রেফার্ড রয়েছেন ২ জন।