মহেশপুরে মাদকসহ চোরাকারবারী আটক
মহেশপুর প্রতিনিধি: গতকাল রোববার সকালে মহেশপুর সীমান্তে মাদকসহ এক চোরাকারবারীকে আটক করেছে ৫৮ বিজিবি।
বিজিবির প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবির অধিনস্ত পলিয়ানপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাজীরবেড় গ্রামের জমির উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাককে (২৮) পলিয়ানপুর মাঠের ভেতর থেকে ৪০ বোতল ভারতীয় ডায়ালেক্স নেশার সিরাপসহ আটক করে। অন্যদিকে যাদবপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে বেতবাড়িয়া মাঠের ভেতর থেকে ৫ কেজি গাঁজা আটক করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মহেশপুর সীমান্তে অনুপ্রবেশকালে একজন আটক
মহেশপুর প্রতিনিধি: রোববার ভোরে মহেশপুর যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে একজনকে আটক করেছে ৫৮ বিজিবি।
৫৮ বিজিবি’র সহকারী পরিচাল মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন জানান, মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পাচুড়িয়া গ্রামের বজেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে অঞ্জন বিশ্বাসকে (৩০) অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে গোপালপুর মাঠের ভেতর থেকে আটক করা হয়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আটককৃত ব্যক্তি জানিয়েছেন তিনি ভারতের ব্যাঙ্গালুরুতে কাজ করে। সেখানে করোনা ভাইরাসের প্রভাবে দেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে।