নাশকতার মামলায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি জেলহাজতে

নাশকতার পরিকল্পনার মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রুহুল আমিনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে ওই মামলায় চুয়াডাঙ্গা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করেন বিচারক মিজানুর রহমান। পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন তিনি। একই সময় মামলার আরেক আসামী পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে জামিন দিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ মার্চ শুক্রবার দিবাগত রাতে সরকার ও জনগণ এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে চুয়াডাঙ্গা পৌর এলাকার কবরী রোডের দক্ষিণ পাশ থেকে জামায়াত নেতা শরীফকে আটক করে পুলিশ। আটকের পর তার কাছ থেকে সরকারের বিরুদ্ধে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের লেখা বিতর্কিত বই এবং বিভিন্ন জিহাদি মতাদর্শের ৭ শতাধিক জিহাদী বই উদ্ধর করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালানো হয় জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রুহুল আমিনের বাড়ি ও চেম্বারে। সেখানে তল্লাশি করে একই ধরণের বই উদ্ধার করা হয়। এ সময় রুহুল আমিন পালিয়ে যায়। উদ্ধার হওয়া ডা. শফিকুর রহমানের লেখা বিতর্কিত “মহান স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উদযাপন দেশবাসীর উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমানের বক্তব্য” শিরোনামে প্রকাশিত বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয় করাসহ মহান স্বাধীনতার ইতিহাসকে খন্ডিত আকারে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
মামলা সূত্রে আরও জানা গেছে, ওই রাতে আটককৃত শরীফ হাসানসহ পলাতক জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রুহুল আমিন, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলসহ অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কার্যকলাপ ও অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম।
পরে গত ২৪ মার্চ উচ্চ আদালত থেকে অর্ন্তবর্তীকালিন জামিন লাভ করেন জেলা জামায়াত সেক্রেটারী রুহুল আমিনসহ মামলার অন্য আসামীরা। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ রোববার আসামীরা নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
আদালত সূত্রে জানা গেছে, নিম্ন আদালতে জামিন আবেদন করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন জেলা জামায়াত সেক্রেটারী অ্যাডভোকেট রুহুল আমিন ও পৌর জামায়াতের আমীর মাসুদ পারভেজ রাসেল। এসময় পৌর জামায়াতের আমীর রাসেলের জামিন মঞ্জুর করা হলেও রুহুল আমিনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে তাকে কঠোর নিরাপত্তা বলয়ে জেল হাজতে নেয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে শুনানীতে অংশ নেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোটেক কাইজার হোসেন জোয়র্দ্দার শিল্পী ও অ্যাডভোকেট শরীফ উদ্দীন হাসু।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More