কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাসের ধাক্কায় ছিটকে পড়ে এক বাইসাইকেলআরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের বরকতউল্লাহ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রবাসীর নাম ইউনুস আলী প্রামাণিক (৬৮)। তিনি দুবরাজপুর গ্রামের মৃত চতুর আলী প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ইউনুস আলী বাইসাইকেলে জানিপুর বাজারে যাচ্ছিলেন। পথে খোকসা বাসস্ট্যান্ডের অদূরে বরকতউল্লাহ ফিলিং স্টেশনের সামনে থেকে রাজবাড়ীগামী লোকাল বাস নিশান ডিলাক্স ( ঢাকা মেট্রো -০২- ০৩০১) ওই বাইসাইকেলের পিছনে সজোরে থাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ইউনুস আলী সড়কের ওপর ছিটকে পড়েন। ইউনুস আলীকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে খোকসা থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, লোকাল বাস বাইসাইকেলের পিছনে ধাক্কা দেয়ায় এ দুর্ঘটনা ঘটে। পালিয়ে যাবার কারণে ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ