গাংনী প্রতিনিধি: এলাকার উন্নয়ন কর্মকা- বাস্তবায়ন, অগ্রাধিকার ভিত্তিতে নতুন কাজের তালিকা প্রণনয়ণ ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মেহেরপুরের গাংনীর ৯টি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এবং সম্পাদকদের সাথে মতবিনিময় সভা করেছেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। সাবেক ছাত্রলীগ নেতা হাসান রেজা সেন্টুর সঞ্চালনায় আনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, কাথুলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলজার হোসেন, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সামসুজ্জামান মঙ্গল ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোকলেছ ও সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদ মোর্শেদ অতুলসহ নেতৃবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
দর্শনা থেকে কুড়ুুুুুলগাছি পর্যন্ত ৯টি কালভার্ট নির্মাণ কাজ ধীরগতি : জনদুর্ভোগ চরমে
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ