মহেশপুর প্রতিনিধি: গতকাল সোমবার ভোরে মহেশপুর লড়াইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৪জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
বিজিবি’র প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবি’র অধিনস্থ লড়াইঘাট বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার পদ্মপুকুর মাঠের ভেতর থেকে মাগুরা জেলার সদর থানার কুচিয়ামোড়া গ্রামের সরোজিত ম-লের ছেলে রকি ম-ল (১৮), ফরিদপুর জেলার ভাঙা থানার আজিমনগর গ্রামের কালাম শেখের ছেলে বোরহান শেখ (২৮), একই গ্রামের মালেক মিয়ার ছেলে জাকির হাওলাদারের ছেলে সাধন হাওলাদার (১৮) আটক করে। আটকৃতরা জানায়, তারা ভারত থেকে বাংলাদেশে আসছিলো। তারা সবাই ভারতে কাজ করে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় পালিয়ে এভাবে অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ