র্যাব’র কাছে তথ্য ছিলো বিপুল পরিমানের মাদক কেনা বেচা করা হচ্ছে। অভিযান চালিয়ে পাওয়া গেলো আগ্নেয়াস্ত্র। ঝিনাইদহ কোটচাঁদপুরের বশিপুর মধ্যপাড়ার মিনহাজ উদ্দীনকে একটি ওয়ান সুটারসহ আটক করা হয়। ২৩ মে রাতে ঝিনাইদহ জেলা সদরের জিয়ানগর চুলকানী বাজারস্থ সড়কের পাশ থেকে তাকে আটক করা হয়। আটকের সময় মিনহাজ পালানোর চেষ্টা করে ব্যার্থ হয়।
র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পে তথ্য আসে মাদক কেনা বেচা করা হচ্ছে। এ খবর পেয়ে একটি চৌকস অভিযানিক দল চুলকানী বাজারে অবস্থান নেয়। অভিযানের বিষয়টি আঁচ করে মিনহাজ পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। মিনহাজের নিকট থেকে উদ্ধার করা হয় ম্যাগজিনসহ একটি ওয়ান সুটারগন। মিনহাজ বকশিপুর মধ্যপাড়ার মৃত আমজেদ আলী মণ্ডলের ছেলে। তাকে মামলাসহ ঝিনাইদহ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া করা হয়। র্যাব-৬ এর লিগ্যাল মিডিয়ার সিনিয়র সহকারী পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।