মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আব্দুল মোমিন চৌধুরী শ^াসকষ্টজনিত অসুস্থ। তিনি মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তাকে গতকাল রোববার দুপুরে দেখতে যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম তোতা ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু। এ সময় তারা মোমিন চৌধুরীর শারিরীক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।
মোমিন চৌধুরী ১৯৭১ সালের ১৭ এপ্রিল মঞ্চ তৈরীতে বিশেষ ভূমিকা রেখেছিলেন। তিনি মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ