মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে বিদ্যুতস্পৃষ্টে শহিদুল ইসলাম নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গোপালপুর মাঠে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ, গোপালপুর গ্রামে মুনসুর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫) মাঠে জমিতে সেচ দেয়ার জন্য মোটর সুইজ অন করলে তিনি বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। মাঠের লোকজন তাকে মৃত দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।